স্ক্যাল্পে জমে ধুলো-বালি, ময়লা, খুশকি, তেল। এগুলো দূর করা জরুরি।
স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে বাড়িতে বানিয়ে নিন চিনি ও ওটসের স্ক্রাবার।
২ চামচ চিনির সঙ্গে ২ চামচ করে ওটস, হেয়ার কন্ডিশনার মিশিয়ে নিন।
এবার এই হেয়ার স্ক্রাবের সঙ্গে মিশিয়ে নিন ১৫ ফোঁটা অলিভ অয়েল।
এই চিনির স্ক্রাবার দিয়ে ভাল করে স্ক্যাল্পে এক্সফোলিয়েট করুন।
তারপর শ্যাম্পু করে নিন। এতে স্ক্যাল্পের সমস্ত ময়লা দূর হয়ে যাবে।
এই হেয়ার স্ক্রাব আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও উন্নত হবে।