কখনই চিনি, চা পাতা, জল একসঙ্গে ফুটতে দেবেন না। এতে চায়ের গন্ধ নষ্ট হয়।
এলাচ, লবঙ্গ, দারুচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেতো করে তবেই ব্যবহার করুন।
চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়, কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন
অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে, এই ধারনা একেবারে ভুল। অল্প পরিমাণ চা পাতা ব্যবহার করুন।
যে চায়ের পাতায় ভাল লিকার হয়, সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না।