ডাব শাঁসের শরবত তৈরি করতে প্রয়োজন মাত্র একটা ডাব

ডাব ফাটিয়ে তার জল ও শাঁস আলাদা করে নিন

ডাবের জল ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য

এবার ওই ঠান্ডা ডাবের জলের সঙ্গে ডাবের শাঁসটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন

জল ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না, স্বাদ নষ্ট হয়ে যাবে