রান্নাঘর রোজ পরিষ্কার রাখতে পারলেই সবচাইতে ভাল

কিন্তু সবার হাতে রোজ অত সময় থাকে না

তাই রান্নার পর তড়িঘড়ি রান্নাঘর মুছে আমরা কাজ সারি

বিশেষ করে রান্নাঘরের টাইলস রোজ চাইলেও পরিষ্কার করা অনেকেরই হয়ে ওঠে না

তাই তেল, ধোঁয়া জমে চিটচিটে হয়ে ওঠাই স্বাভাবিক

হাফ বালতি জলে ১/৪ বেকিং সোডা, একটি পাতিলেবুর রস, সাদা ভিনিগার ২ চা চামচ আর ডিশওয়াসার এক চামচ মিশিয়ে নিন

এবার একটি কাপড়ে ওই মিশ্রণ ভিজিয়ে তা দিয়ে ভাল করে টাইলস মুছে নিন