ডিনারে টমেটোর স্যুপ খেতে বেশ লাগে। এছাড়াও এই স্যুপ খুবই হেলদি

ফুটন্ত জলে টমেটো দিয়ে দিন

পাতলা খোসা ফেটে গেলে টমেটো তুলে খোসা ছাড়িয়ে নিন

এবার টমেটোগুলিকে টুকরা করে কাটুন

একটি পাত্রে তেল গরম করে নিন। তেলে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজে হালকা সোনালি রংধরলে সেদ্ধ করা টমেটো, চিকেন স্টক, সয়া স্যস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো এবং পরিমানমতো নুন ও চিনি দিন

ফুটে উঠার পরে মৃদু আঁচে ১০ মিনিট রাখুন

নামানোর আগে মাখন ছড়িয়ে দিন