পায়ের যত্নে পেডিকেয়ার দারুণ ফল দেয়। পেডিকেয়ার করালে পা মোলায়েম হয়ে ওঠে।

কিন্তু পেডিকেয়ার করাতে আপনাকে যেতে পার্লারে। খরচ করতে হবে শ'খানেক টাকা।

তাই পেডিকেয়ার ছাড়াই পায়ের যত্ন নেওয়ার সহজ উপায়ে জেনে রাখা দরকার।

ফুট স্ক্রাব থেকে ফুট প্যাক—বেশ কয়েকটি উপায়ে আপনি পায়ের খেয়াল রাখতে পারেন।

প্রথমে গরমে জলে লেবুর খোসা ও সৈন্ধব লবণ মিশিয়ে নিন। তাতে পা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

চিনি, লেবুর রস ও লেবুর খোসার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ফুট স্ক্রাব বানিয়ে নিন। 

এই ফুট স্ক্রাব পায়ে ২ মিনিট ঘষে নিন। এটা পা থেকে সমস্ত মরা চামড়া দূর করে দেবে। 

এরপর বেসন, হলুদ, টক দই একসঙ্গে মিশিয়ে ফুট প্যাক বানিয়ে পায়ে মাখুন। 

ফুট প্যাক ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই টিপস মানলেই আপনার পা ভাল থাকবে।