বড় ঠোঁট পান কসমেটিক সার্জারি ছাড়াই। সাহায্য নিন মেকআপের।
মেকআপের সাহায্য ঠোঁটের সৌন্দর্য আপনি বজায় রাখতে পারেন।
প্রথমে ঠোঁট পরিষ্কার করে নিন। লেবুর রস ও চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।
স্কিনটোন অনুযায়ী কনসিলার লাগিয়ে নিন ঠোঁটের চারপাশের। তার আগে অবশ্যই প্রাইমার লাগাবেন।
ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে এবার লিপ বাম লাগিয়ে নিন।
লিপলাইনারের সাহায্য ঠোঁট এঁকে নিন। ঠোঁট আঁকার সময় আকারের উপর বিশেষ নজর দিন।
এবার লিপস্টিক পরে নিন। উপর দিয়ে শিমার লাগিয়ে নিন। ব্যস ঠোঁট সেলফি রেডি।