দক্ষিণ ইতালিতে এই চিজ খুবই জনপ্রিয় তার সফট, ক্রিমি টেক্সচারের জন্য। আর এই চিজ সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়।
চিজ বানাতে লাগছে ২ লিটার ফুলফ্যাট মিল্ক, ৪ চামচ ভিনিগার, আইস কিউব
একটা পাত্রে দুধ গরম করতে বসান। লো ফ্লেমে গ্যাস রাখবেন এবং দুধ ক্রমাগত নাড়িয়ে যেতে হবে
দুধ ভালভাবে গরম হলে আস্তে আস্তে ভিনিগার মিশিয়ে নাড়াতে থাকুন। দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে। এবার একটা বাটিতে গরম জল নিন। সেখানেই গরম জলে ৫ মিনিট তা ডুবিয়ে রাখুন
এবার জল থেকে তুলে নিয়ে ছানার গোলা হাত দিয়েই ভাল করে ম্যাসাজ করুন। এতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে
এবার একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে আইস কিউব মেশান। ৫ থেকে ৬ মিনিট রেখে তা তুলে নিন। অতিরিক্ত জল বের করে নিলেই তৈরি মোজারেলা চিজ