কাজের সূত্রে বা অন্যান্য কারণে শহর আলাদা হয়েছে?
‘দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়’... দূরত্ব বাড়লেও মনের দূরত্ব যেন না বাড়ে
কীভাবে টিকিয়ে রাখবেন এই লং ডিস্ট্যান্স-এর সম্পর্ক?
খুব দুশ্চিন্তা করছেন ব্যাপারটা নিয়ে? রইল সহজ কিছু টিপস
দূরে আছেন বলেই না চেয়েও একে-অপরকে সন্দেহ করছেন কি? সন্দেহপ্রবণতা দূর করুন
এই সম্পর্কের কাছ থেকে আপনাদের দু’জনের চাহিদা কী-কী, সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন
দিনের শেষে অন্তত ১ ঘণ্টা সময় বের অবশ্যই দু’জনে কথা বলুন
ফোনে কথা বলার পরিবর্তে ভিডিয়ো কল তুলনায় বেশি করার চেষ্টা করুন
যে কোনও সম্পর্কের বুনিয়াদই হল সততা, নিজেকে বারবার সেকথা বলুন
অবশ্যই একে-অপরের প্রতি সৎ থাকার চেষ্টা করুন এবং পার্টনারকে সে ব্যাপারে ভরসাও দিন