ত্বককে সবসময় পরিষ্কার রাখুন। বৃষ্টির জল গায়ে লাগলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
জুতো, মোজা পরার সময় অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন।
ভিজে জুতো, মোজা, জামাকাপড় পরবেন না। সবসময় শুষ্ক থাকার চেষ্টা করুন।
যদি আপনার কোনও ত্বকের সংক্রমণ থাকে তাহলে জামাকাপড় আলাদা কাচবেন।
ত্বককে সবসময় হাইড্রেটেড রাখুন। ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সুতির তৈরি জামাকাপড় ব্যবহার করুন।
দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।