বাজার থেকে কিনে আনা মাছ-মাংস, শাকসবজি দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখেন অনেকেই

তবে দীর্ঘদিন ফ্রিজে মজুত করা খাবার মোটেই খুব একটা স্বাস্থ্যকর নয়

জেনে নিন ফ্রিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করবেন খাবার-দাবার

 শাকসবজি বাজার থেকে এনে ধুয়ে ভেজে ফেলুন। রান্নার সময় ওই ভাজা শাকসবজি ব্যবহার করুন

দুধ ফ্রিজ ছাড়া রাখতে হলে ভাল করে ফুটিয়ে তাতে মধু মিশিয়ে দিন

 ডিম অনেকদিন সংরক্ষণ করতে ঠান্ডা জলের মধ্যে ডিম ভিজিয়ে রাখুন

 মাছ-মাংস সংরক্ষণের ক্ষেত্রে ভাল করে ভেজে রেখে দিন। আগেকার দিনে মা-কাকিমারা এই পদ্ধতিই ব্য়বহার করতেন