বর্ষায়,ভ্যাপসা গরমে চুল খুবই চিটচিটে হয়ে থাকে

তাই এই সময় চুল পড়ে যাওয়ার সমস্যা অনেক বেড়ে যায়

আর তাই এই সময় চুলের বিশেষ যত্ন নিতে হবে

চুলের গোড়া যাতে মজবুত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে

চুল এসময় বেশি রুক্ষ্ম হয়ে যায় বলেই বেশি পড়ে

চুল ভাল রাখতে প্রথমে ভাল হেয়ার অয়েল বেছে নিতে হবে

নারকেল তেল, মেথি, কারিপাতা ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিন

এবার তা ঠান্ডা করে ছেঁকে রেখে ওই তেলের এক চামচ নিয়ে ওর মধ্যে হলুদ মিশিয়ে নিন

এবার তা মাথায় খুব ভাল করে মালিশ করে নিলেই কাজ হবে ম্যাজিকের মতো