দেশজুড়ে কোভিড সংক্রমণের খবর আগেই এসেছিল, এবার করোনার থাবা বঙ্গেও

সংক্রমণ বাড়ছে রাজ্যেও। আর তাই কোভিড ঠেকাতে তৎপর প্রশাসন, জারি সতর্কবার্তাও

নিয়মিত ভাবে মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, বার বার হাত ধোওয়া এসব মেনে চলতেই হবে। কোনও ভিড় জমায়েতে যাবেন না

সর্দি-কাশির মত সমস্যা থেকে বাচ্চা, বয়স্কদের সামলে রাখুন। কারোর যদি জ্বর, সর্দি হয় তাহলে তাঁকে আইসোলেশনে রাখুন সেই সঙ্গে কোভিড টেস্ট করান

জ্বর, কাশি, ঠান্ডা লাগার সঙ্গে যদি স্বাদ-গন্ধ না পাওয়ার অনুভূতি থাকে তাহলেই সাবধান, আগে তাঁকে অন্যদের থেকে আলাদা করুন ও টেস্ট করান।

কোভিড রুখতে জরুরি মাস্ক। নিজে তো পরবেনই সেই সঙ্গে অন্যতে উৎসাহিত করুন। মাস্ক ছাড়া কোনওভাবেই কোভিড রোখা যাবে না

সব সময় হাত পরিষ্কার রাখুন। বাইরে থেকে এলে আগে হাত ধুতে হবে, বার বার হাতে স্যানিটাইজার স্প্রে করুন, সঙ্গেও রাখুন হ্যান্ড স্যানিটাইজার