দিনভর স্প্যাম কল (Spam Call)-এর ঠেলায় বর্তমানে সকলেই বিরক্ত।
স্প্যাম কল থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন? এই তথ্য আপনার জন্য।
স্প্যাম কলের হাত থেকে বাঁচতে অ্যান্ড্রয়েড ইউজ়ারদের 2টি ফিচারের সুবিধা দেয় Google।
অ্যান্ড্রয়েড ফোনে কলার আইডি অ্যান্ড স্প্যাম প্রোটেকশন বাই-ডিফল্ট অন করা থাকে।
অফ করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘ফোন’ (Phone) অ্যাপটি ওপেন করতে হবে।
তারপর More অপশন এবং Settings বাটনটিতে ট্যাপ করতে হবে।
আপনাকে Spam and Call Screen অপশনে যেতে হবে।