নকল সিঁদুর চিনবেন কীভাবে?

বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল সিঁদুর। আসল ও নকল সিঁদুরের মধ্য়ে পার্থক্য কোথায়?

নকল সিঁদুর চেনার জন্য সিঁদুর হাতে অল্প কিছুক্ষণের জন্য ঘষে নিন।

এরপর হাতে ফুঁ দিয়ে দেখতে হবে সিঁদুর উড়ে যাচ্ছে কিনা! যদি ওড়ে তা আসল।

আর যদি ফুঁ দিলেও হাতে লেগে থাকে, তাহলে সেটি নকল সিঁদুর।

আসল সিঁদুর তৈরি হয় কাম্পিলাকা নামাক একটি উদ্ভিদ থেকে। এই গাছের ফলের বীজ শুকনো করে তারপর পিষে সিঁদুর তৈরি করা হয়।

আসল সিঁদুরের মধ্য়ে একটু মিষ্ট সুগন্ধ থাকে। নকল সিঁদুর থেকে সাবধান। হতে পারে মারাত্মক রোগ!