যদি ডিভাইসের ফটোগুলি কোনওভাবে ডিলিট হয়ে যায়, হা-হুতাশ করবেন না।
এখন চাইলে ডিলিট হওয়া ফটো-ভিডিয়ো ফিরে পাওয়া যায়, একেবারে ফ্রিতে।
গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটো এবং ভিডিয়ো প্রথমে এই Recycle Bin-এ সেভ হয়।
হঠাৎ ফটো ফাইলগুলি ডিলিট হয়ে গেলে ফোনের Recycle Bin থেকে ফিরে পেতে পারেন।
Google Photos, Google Drive কিংবা Dropbox-র মত ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করুন।
তাহলে গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটো-ভিডিয়ো খুব সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।
Device Backup অন থাকলে তা থেকে ডিলিট হওয়া ফটো ফিরে পেতে পারেন।