প্রথমে জিমেল অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন থেকে খুলুন
উপরের বাঁ দিকে থ্রি-লাইন মেনু দেখতে পাবেন। ট্র্যাশ অপশনে ট্যাপ করুন
যে সব ইমেল রিকভার করতে চান, প্রতিটার বাঁ দিকে রাউন্ড ইউজার আইকনে ট্যাপ করুন
উপরের ডান দিকে থ্রি ডট মেনু অপশনে ট্যাপ করুন
স্ক্রিনের ঠিক উপরে পপআপ মেনু খুলে যাবে। সেখান থেকে মুভ টু অপশনে ক্লিক করুন
এবার ইমেল রিকভার করার জন্য লোকেশন অপশনে ট্যাপ করুন