মোবাইল আচমকা জলে পড়ে গেলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জল থেকে তোলার পর ফোনটি উল্টে পাল্টে দেখার দরকার নেই।

কোনওভাবেই ফোনটি গরম করা যাবে না, ডিভাইসের ভিতরের অংশে ক্ষতি হবে।

ভেজা ভাব সম্পূর্ণ চলে না যাওয়া পর্যন্ত হেডফোন বা USB পোর্ট ব্যবহার করবেন না।

জল থেকে তুলে প্রথমেই ফোনটি স্যুইচ অফ করে দিতে হবে।

ফোনের সিম, মেমরি কার্ড এবং ফোনের কভার আলাদা করে ফেলতে হবে।

সব ভাল করে মুছে ফেলতে হবে, যাতে জল তো বটেই, কোনও ভিজে ভাবও না থাকে।