শসা ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে এবং যেকোনও জ্বালা-পোড়ার ওপর শীতল প্রভাব ফেলে।

প্রথমে একটি খোসা ছাড়ানো শসা গ্রেট করে এর রস বের করে নিন।

এবার একটি তুলোর বল ব্যবহার করে রসে ভিজিয়ে রাখুন।

এবার ওই তুলোর বল শরীরের সেই সব অংশে লাগান যেখানে ট্যান পড়েছে।

এটা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।