সুন্দর মেকআপের পর নাকের উপর কালো দাগছোপ দেখতে মোটেই ভাল লাগে না। তাই সব সময় চেষ্টা করুন ব্ল্যাক হেডস তুলে ফেলতে

ত্বকে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস। অনেকেই পার্লারে গিয়ে ব্ল্যাক হেডস তোলেন

পার্লারে যাওযা সব সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে বাড়িতেই তুলে নিন ব্ল্যাক হেডস

ব্ল্যাকহেডস তুলে ফেলতে বেকিং সোডা ম্যাজিকের মতো কাজ করে। সাধারণ জলে এক টেবিল চামচ বেকিং সোডা গুলে  ওই  অংশে লাগিয়ে রাখুন ১০-১২ মিনিট

বেকিং সোডার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ভাল রাখতে সাহায্য করে

ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়েও লাগাতে পারেন। এতে দাগ ছোপ সহজে দূর হয়ে যাবে। মুখ থাকবে পরিষ্কার

সপ্তাহে তিনদিন টমেটো বেটে নিয়ে ব্ল্যাকস হেডসের উপর লাগান। এতেও উপকার পাবেন