রান্না করতে গিয়ে গায়ে, হাতে গরম তেল ছিটকানো খুবই স্বাভাবিক ব্যাপার
ছ্যাঁকা লাগলেই সেখান থেকে ফোস্কা পড়ে, তার সঙ্গে শুরু হয় অসম্ভব জ্বালা-যন্ত্রণা
এই জ্বালা থেকে মুক্তি পান ঘরোয়া টোটকায়
পোড়া স্থানে মধু লাগিয়ে রাখুন কিছুক্ষণ, স্বস্তি পাবেন
তাছাড়া, পোড়া জায়গায় নিয়মিত মধু প্রয়োগ করলে সময়ের সাথে সাথে দাগ হালকা হতে থাকে
পোড়া দাগ কমাতে অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল মলমের মতো করে কিছুক্ষণ পোড়া ত্বকে মালিশ করুন
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল পোড়া দাগ দূর করতে সাহায্য করে
এতে দুই-তিন ফোঁটা লেবুর রস ভাল করে মেশান। তারপর দাগের উপর আলতো করে ম্যাসাজ করুন
দুই-তিনটে টি-ব্যাগ এক কাপ ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন
কিছুক্ষণ পর সেই লিকার চা তুলোর সাহায্যে ত্বকের পোড়া অংশে অল্প অল্প করে লাগাতে থাকুন