রান্না করতে গিয়ে বেখেয়ালে পুড়ে যাওয়া বিরল  ঘটনা নয়

 প্রায়শই এই ঘটনা ঘটে থাকে

তাতে চিন্তার কোনও কারণ নেই

কারণ সহজেই খাবারের পোড়া গন্ধ দূর করা সম্ভব

পুড়ে যাওয়া খাবারে দু' ফোঁটা ভিনিগার ফেলে দিলেও কাজ হবে

একইভাবে ব্যবহার করতে পারেন ওয়াইন

 জানলে অবাক হবেন, আলু পোড়া গন্ধ শুষে নেয়

কাঁচা তেল ছড়িয়ে দিলেও খাবারে কোনও পোড়া গন্ধ থাকে না