গাড়ি থাকলে আর তা নিয়ে বাইরে বেরোলে তাতে স্ক্র্যাচ পড়বেই।
ছোটখাটো, অল্প পরিমাণে স্ক্র্যাচ পড়লে আপনি তা বাড়িতে সহজেই ঠিক করে নিতে পারেন।
প্রথমেই সেই স্ক্র্যাচের উপরে নখ বুলিয়ে দেখে নিন, গর্তের সৃষ্টি হয়েছে কি না।
স্ক্র্যাচ পড়া জায়গাটা প্রথমে ধুয়ে, তারপরে শুকিয়ে নিন।
সামান্য একটু টুথপেস্ট নিয়ে তা মাইক্রোফাইবার তোয়ালেতে দিয়ে স্ক্র্যাচের জায়গাটিতে গোল করে বুলিয়ে দিন।
ফের আর একটু টুথপেস্ট নিয়ে একবার বা দুই বার সেই জায়গায় বুলিয়ে দিন।
স্ক্র্যাচ যদি গাড়িতে বেশি থাকে, তাহলে শোরুমে সেটি দেখাতে পারেন।
তবে, সামান্য স্ক্র্যাচ এভাবে আপনি নিজে করে নিলে তা আর বাড়বে না।