মেয়েদের কাছে নেলপলিশ বড় প্রিয় একটি জিনিস। জামার রঙের সঙ্গে মিলিয়ে নেলপলিশ পরতে ভালবাসেন অনেকেই

কিন্তু যদি নেলপলিশ পরতে গিয়ে দেখেন রিমুভারের শিশি খালি,কী করবেন?

ডিওডোরেন্ট এ স্পিরিট থাকে।  তাই নেলপলিশ তুলতে আপনি কাজে লাগাতে পারে ডিওডোরেন্ট বা কোনও বডি স্প্রে

নেলপলিশ তুলতে আপনি ব্য়বহার করতে পারেন স্যানিটাইজারও

যে কোনও অ্যালকোহল যুক্ত পণ্য দিয়ে আপনি নেলপলিশ তুলতে পারেন। তুলোর বলে অ্যালকোহল নিয়ে নখের উপর ঘষে দিন। দেখবেন নেলপলিশ উঠে গিয়েছে।

নেলপলিশ রিমুভার শেষ তো কী হয়েছে! বাড়িতে নিশ্চয়ই টুথপেস্ট রয়েছে। সেটাকেই নেলপলিশ রিমুভার হিসেবে কাজে লাগান।

পুরনো নেলপলিশের রঙ দূর করতে নতুন নেলপলিশ ব্যবহার করুন। পুরনো নেলপলিশের উপর নতুন নেলপলিশের প্রলেপ দিন। এতে পুরনো নেলপলিশ নরম হয়ে যাবে। তখন তুলো বা নরম কাপড় ব্যবহার করে মুছে দিন।