lifestyle tips

পছন্দের জামায় দাগ লাগলে মন খারাপ হয়ে যায়। তার সঙ্গে কাচার ঝামেলাও রয়েছে।

lifestyle tips (1)

জামার যে অংশে দাগ লেগেছে তার উপর গরম জল ঢালুন এবং টুথপেস্ট লাগিয়ে রাখুন।

lifestyle tips (2)

ব্রাশ দিয়ে একটু ঘষে নিন জায়গাটা। তারপর জল দিয়ে ধুয়ে ফেললেই দাগ গায়েব।

lifestyle tips (3)

জামার দাগ তুলতে আপনি লেবুর রসেও সাহায্য নিন। এতেও দারুণ কাজ হবে।

জলের মধ্যে লেবুর রস মিশিয়ে দিন। তারপর সেটা জামা লাগা দাগের উপর স্প্রে করুন।

একইভাবে জলের মধ্যে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন। ওই জলে জামাটা ভিজিয়ে রাখুন।

এক ঘণ্টা পর কেচে নিন। দেখবেন, চায়ের দাগ থেকে তরকারির দাগ সব উধাও হয়ে গিয়েছে।