হাতে থেকে সান-ট্যান দূর করবেন কীভাবে?রোজ হাতে লেবু, চিনি আর মধু একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।এছাড়াও ১ কাপ বিট ভাল করে গ্রেট করে রস বের করে নিন।এবার ওই রসে ময়দা, মধু আর লেবুর খোসা মিশিয়ে নিন।হাতে লাগিয়ে অপেক্ষা করুন ১০ মিনিট।সপ্তাহে একদিন এই প্যাক ব্যাবহার করলেই কাজ দেবে।