চুল, ত্বকের যত্ন আমরা যে ভাবে নিই সেইভাবে কনুইয়ের কোনও যত্ন নেওয়া হয় না
যেহেতু কনুইয়ের উপর সারাদিন এনেকটা ভর পড়ে তাই কনুইতে কালো দাগ ছোপ পড়ে যায়।
দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকলে হাইপার পিগমেন্টেশনের ফলেও কনুইতে কালো দাগ পড়তে পারে।
কনুইয়ের দাগ তুলতে খুব ভাল কাজ করে টমেটো। হাঁটু আর কনুইয়ের দাগ তুলতে টমেটোর জুড়ি মেলা ভার
নিয়ম করে কনুইতে টমেটো ঘষলেও সেখান থেকে দাগ উঠে যায়। চালের গুঁড়ো আর লেবুর রস একসঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে
আটা, টমেটা, চিনি একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা কনুইতে লাগিয়ে রাখুন ১০ মিনিট।
চালের গুঁড়ো, লেবুর রস, চিনি আর মধু একসঙ্গে মিশিয়ে কনুইতে লাগিয়ে রাখুন। এতেও কালো দাগ ছোপ সহজে উঠে যায়