মধু, চিনি, লেবুর রস এবং জল দিয়ে মিশ্রণ তৈরি করুন।
এগুলো একসঙ্গে মিশিয়ে গরম করুন এবং গলে গেলে গ্যাস বন্ধ করে দিন।
এটি ঘরের তাপমাত্রায় আসতে দিন এবং তারপর ঠোঁটে লাগান।
এটির উপর একটি কাপড় রাখুন এবং একটি স্ট্রিপের মত টেনে তুলে ফেলুন।
এতে আপনি সহজেই অবাঞ্চিত লোম তুলে ফেলতে পারবেন।