পার্টি থেকে ফিরে মেকআপ তোলা জরুরি। কিন্তু মেকআপ তোলার সঠিক নিয়ম জানেন?

সারারাত মুখে মেকআপ থাকলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই ঝক্কি এড়িয়ে মেকআপ মুছে নিন।

মেকআপ রিমুভার থাকলে ভাল। অন্যথায়, মুখে প্রথমে নারকেল তেল মেখে নিন।

এরপর ভেজা রুমাল দিয়ে মুখ ভাল করে মুছে নিন।

নারকেল তেলের বদলে ক্লিনজিং বাম, অলিভ অয়েল বা ক্লিনজিং মিল্কও ব্যবহার করতে পারেন।

এরপর ফোমিং ফেসওয়াশের মাধ্যমে মুখ পরিষ্কার করে নিন। এরপর আবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

শেষে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। তবেই মুখ থেকে সম্পূর্ণ মেকআপ পরিষ্কার হবে।