নির্দিষ্ট সময় পর লিপস্টিকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

মেয়াদের শেষ হওয়া লিপস্টিক ব্যবহার করা উচিত নয়।

মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহারে ঠোঁটের সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু পছন্দের লিপস্টিক ফেলে দিতে মন চায় না।

তাই মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ফেলে না দিয়ে বানিয়ে নিন লিপ বাম।

লিপস্টিক গলিয়ে পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি রেখে দিন ফ্রিজের মধ্যে। ৪ ঘণ্টা রাখলেই তৈরি লিপ বাম।

অল্প আঁচে লিপস্টিক গলিয়ে নিলে এর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়।

এভাবে মেয়াদ উত্তীর্ণের পর ঠোঁটে লাগাতে পারবেন পছন্দের রং।