ফ্রিজে থাকা ভাত দলা পাকিয়ে যায়, সেটা প্রথমে চামমের মাধ্যমে ভেঙে নিন।
প্রতি ১ কাপ ভাতে ১ টেবিল চামচ করে জল মেশান
জল দেওয়া হয়ে গেলে ভাতটা ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে ভিতরে রাখুন
মাইক্রোওয়েভে বেশি তাপমাত্রায় ২ মিনিট গরম করে নিন
এতেই বাসি ভাত আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে।