AC লাগাতেই ইলেকট্রিক বিলে টাকার অঙ্ক দেখে ঘাবড়ে যান অনেকে।
তবে কয়েকটি উপায় মেনে চললে অতিরিক্ত বিলের থেকে নিস্তার মিলতে পারে।
AC-র তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখার চেষ্টা করুন।
অনেকদিন AC বন্ধ থাকার কারণে এতে ধুলো জমে, তাই লোড পড়ে বেশি।
এমন সময় এসি-কে ঠান্ডা করতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়।
চেষ্টা করুন নিয়মিত সার্ভিসিংয়ের দিয়ে নজর দিতে।
AC চালালে ঘরের প্রতিটি দরজা-জানালা ভাল করে বন্ধ করুন।
এখন সব AC-তেই স্লিপ মোড থাকে, সেটি অন রাখার চেষ্টা করুন।