e হোয়াটসঅ্যাপে Deleted মেসেজ দেখবেন কীভাবে? – TV9Bangla

প্রায়সই হোয়াটসঅ্যাপে কারও মেসেজ খুলতে না খুলতেই ডিলিট হয়ে যায়।

তবে কৌতুহল মেটাতে ডিলিটেড মেসেজ চাইলেই কিন্তু দেখা যায়।

সবচেয়ে সহজ বিকল্প হল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া।

ভাল রেটিং বা বেশি ডাউনলোড হওয়া এমন অ্যাপ ফোনে ইনস্টল করতে পারেন।

এই অ্যাপগুলি আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাক্সেস নেয়।

নোটিফিকেশন পড়ার পর সেগুলি সেখান থেকে মেসেজ সেভ করে রাখে।

তবে এসব অ্যাপ কোথায় ও কীভাবে মেসেজ ইউজ় করবে, তা অনুমান করা কঠিন।