হাতের জ্বালাভাব কমাতে ঠান্ডা দুধ লাগান।
জলের সঙ্গে বেকিং পাউডার মিশিয়েও হাতে লাগাতে পারেন।
ভিনেগার, লেবুর রস দিয়ে আইস কিউব বানিয়ে হাতে লাগান।
পেট্রোলিয়াম জেলি দিয়ে হাতে ম্যাসাজ করুন।
অলিভ অয়েল লাগালে কমে যেতে পারে হাতের জ্বালাভাব।