আমের দিন প্রায় শেষ হতে চলল
তাই আম প্রেমীদের মনে দুঃখের শেষ নেই
সারাবছর আম পেলে কতই না ভাল হত তাঁদের!
কিন্তু উপায় রয়েছে। যেভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত আম খেতে পারবেন আপনি
কাঁচা আম অন্ধকার জায়গায় রেখে দিন। দীর্ঘদিন ভাল থাকবে
কাগজে মুড়ে রাখলে আরও ভাল থাকে
পাকা আম এক বাটি জলের মধ্যে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন
আমের শাঁস বের করে ব্লেন্ডারে পেস্ট করে রাখতে পারেন
আম টুকরো করে কেটে নিন,এবার তাতে চিনি ছড়িয়ে ফ্রিজে ভরে রাখুন