ডাল বেশিদিন বাইরে থাকলে তাতে পোকা ধরে যায়
তাই সব সময় শুকনো জায়গায় ডাল রাখার পরামর্শ দেওয়া হয়
ডালের মধ্যে শুকনো নিমপাতা দিয়ে রাখতে পারেন
এছাড়াও ডালোর কৌটোর মধ্যে শুকনো রসুন ফেলে রাখা যায়
মুসুর ডালের সঙ্গে সরষের তেল মিশিয়েও রেখে দিতে পারেন
বাটি ভাল করে শুকনো করে মুছে নিতে হবে
এবার তাতে ২ চামচ সরষের তেল বুলিয়ে ওর মধ্যে ডাল ভাল করে মিশিয়ে ৫ দিন পর্যন্ত রোদে রাখুন। এতেও পোকামাকড় কম ধরে