একদিন বাজার করে তা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখা এখন কমবেশি সব বাড়ির চল
তবে দীর্ঘদিন এই ভাবে আটা-ময়দা সংরক্ষণ করে রাখলে তাতে পোকা লেগে যায়
জানেন কি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ঘরোয়া টোটকা দ্বারা
আটা-ময়দা কৌটোতে ঢেলে তাতে সামান্য নুন মিশিয়ে দিন। আর পোকা ধরবে না
যখনই আটা বের করবেন সবসময় শুকনো চামচ ব্যবহার করুন
আটা-ময়দাক কৌটোতে কয়েকটি শুকনো লঙ্কা ফেলে রাখুন
প্লাস্টিকের ব্যাগে আটা রাখবেন না। যে কৌটোতে আটা-ময়দা সংরক্ষণ করবেন তা কিছুক্ষণ রোদে রেখে দিন