শিশুকে ঠিকভাবে ধরবেন, যেন মাথা বেশি ঝুলে না থাকে কখনওই

জামা কাপড় পরানোর সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত গরম কখনওই না লাগে

সঠিক সময়ে অবশ্যই খাওয়াবেন, একটুও যেন খালি পেটে না থাকে আপনার সদ্যজাত

আপনি নিজে সদ্যজাতকে কোলে তোলার আগে সব সময় হাত ভাল ভাবে পরিষ্কার করে ধুয়ে নিন

ঘরের প্রতিটা কোণ ভাল করে পরিস্কার রাখুন, যাতে সদ্যজাতের কোনওরকম জীবাণুর সংক্রমণ না হতে পারে