শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি
আর সেটা যদি হয় ত্বকের যত্ন, তাহলে তো আরও একটু সতর্ক হতে হবে
কারণ শিশুদের ত্বক অত্যন্ত নরম ও স্পর্শকাতর হয়
শিশুদের ত্বকে অনেক সময়ই আর্দ্রতার সমস্যা দেখা দেয়
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
প্রথমেই ঈষৎ উষ্ণ জল দিয়ে স্নান করিয়ে নিন। স্নানের জলে মেশাতে পারেন গ্লিসারিন
স্নানের পর ময়েশ্চারাইজার মাখান। খেয়াল রাখবেন অবশ্যই যেন ময়েশ্চারাইজার কেমিক্যাল মুক্ত হয়
বাচ্চার ডায়েটেও কিন্তু প্রভাব ফেলে ত্বকের উপর
তাই খেয়াল রাখতে হবে ডায়েটের দিকে। শিশুর ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন রয়েছে কি না দেখে নিন