ভিজছে বঙ্গ। আবহাওয়াটা বেজায় মনোরম
তবে এই সময় একটা সাধারণ সমস্যা হল জামাকাপড় কিছুতেই শুকোতে চায় না
জামাকাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়
সেই সঙ্গেই থাকে একটা বিশ্রী গন্ধ। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?
জামাকাপড়ের দুর্গন্ধ দূর করতে লেবু খুব কার্যকরি। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাপড়ের দুর্গন্ধ দূর করে
তাই লেবুযুক্ত ডিটারজেন্ট ব্য়বহার করুন
বর্ষার সময় ঘামে ভেজা জামা কাচার আগে কিছুক্ষণ জলে এমনি ভিজিয়ে রাখুন
চক বা সিলিকন পাউটও এক্ষেত্রে কার্যকরী। জামাকাপড়ের মাঝে রাখুন এগুলি
ডিটারজেন্টের সঙ্গে ভিনিগার বা বেকিং সোডা মেশান