চুলে রঙ করানোর পর চুলের বিশেষ যত্ন নেওয়া দরকার।

তা না হলে কিছু দিন পর থেকে আপনার চুল উজ্জ্বলতা হারিয়ে ফেলবে।

প্রথমবার রঙ করালে ৭২ ঘণ্টার মধ্যে চুলে পুনরায় শ্যাম্পু করবেন না।

চুলে নিয়মিত তেল মালিশ করুন। তবেই চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।

চুলকে হাইড্রেটেড রাখার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন।

সপ্তাহে ৩-৪ বারের শ্যাম্পু অবশ্যই করুন।

চুলকে ভাল রাখার জন্য সালফেট মুক্ত ও হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন।