গরমের দিনে সুতির পোশাক ছাড়া অন্য কিছু যেন ভাবাই যায় না
তবে সুতির জামাকাপড়ের কিন্তু যথাযথ যত্নের প্রয়োজন। না হলে পোশাক নষ্ট হয়ে যায়
জেনে নিন সুতির জামাকাপড়ের যত্ন নেবেন কী করে?
সুতির জামাকাপড় একদম গরম জলে কাচবেন না
পোশাক সবসময় উল্টো করে কাচুন
সুতির পোশাক প্রথম বার ধোওয়ার সময় তা থেকে অনেকটা রং বেরিয়ে যায়
তাই প্রথম বার কাপড় ধোয়ার আগে নুন জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান জলে কাচুন
ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচলে, সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন
মেশিনে নয়, প্রাকৃতিক হাওয়ায় পোশাক শুকানো সবচেয়ে ভাল