সুতির শাড়ু পরতে আরামদায়ক আর তা কিন্তু যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। নইলে রং ফ্যাকাশে হয়ে যায়

সুতির শাড়ি ধোওয়ার সময় জলে এক চিমটে নুন ফেলে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তা ঠাণ্ডা জলে ধুয়ে নিন

ডিটারজেন্ট পাউডার ব্যবহার না করে রিঠা ব্যবহার করুন। কিংবা ব্যবহার করতে পারেন লিক্যুইড ডিটারজেন্ট

সুতির শাড়ি ধোওয়ার পর অবশ্যই মাড় দেবেন । এতে শাড়ি কড়কড়ে থাকে। আয়রন করতেও সুবিধে হয়

সুতির শাড়ি ধুয়ে শুকিয়ে নেওয়ার পর সব সময় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। এতে ভাঁজ ঠিক থাকে

সুতির শাড়ি কখনও ড্রাই ওয়াশে পাঠাবেন না। এতে শাড়ির দৈর্ঘ্য কমে যেতে পারে