সুতির বিশেষ করে লিনেন জাতীয় শাড়ি হলে, ধোয়ার সময় বিশেষ নজর দিতে হবে

গুঁড়ো সাবান বা বার সাবান দিয়ে না কেচে বরং লিকুইড সাবান দিয়ে কাচলে শাড়ি ভাল থাকবে

বসময় ছায়াঘেরা জায়গায় শাড়ি শুকোতে দেবেন। নাহলে রোদের তাপে রঙ নষ্ট হয়ে যেতে পারে

সুতির শাড়ি মানে কোনওমতে ভাঁজ করে আলমারিতে গুঁজে দেবেন না

রং ভাল করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। একটা হ্যাঙ্গারে একটাই শাড়ি রাখবেন

প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করুন। ধাতব কিছু ব্যবহার করলে শাড়িতে দাগ ধরে যেতে পারে

শাড়ির উপর একটা কাপড় পেঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করবেন

কর্পূর বা ন্যাপথালিন দিয়ে শাড়ি রাখলে অবশ্যই ওইসব উপকরণ কাপড়ে পেঁচিয়ে তারপর রাখুন

শাড়িতে সরাসরি কখনই বডি-স্প্রে বা পারফিউম লাগাবেন না