শীতকাল হোক বা গরম, পা ফাটার সমস্যা এখন সারা বছরই লেগে থাকে

পা ফেটে একাকার কাণ্ড হয় যাকে বলে

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?

নুন, গ্লিসারিন ও গোলাপ জলের ফুট মাস্ক

গোলাপ জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান

যা কোষের ক্ষতি হওয়া প্রতিরোধ করে এবং ত্বকের শুষ্কভাব কমায়

 গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফাটা গোড়ালিকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে

এছাড়াও ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি

এটি ত্বককে হাইড্রেট করে এবং নরম রাখে