শহরের আবহাওয়া শুষ্ক ত্বকের সমস্যা বাড়িয়ে তুলছে। কষ্ট দিচ্ছে ফাটা ঠোঁট।
এই অবস্থায় ঠোঁটের যত্ন নিতে আপনাকে প্রাথমিক কিছু ধাপ অনুসরণ করতে হবে।
সবার আগে ঠোঁট কামড়ানোর বদঅভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে।
লালায় থাকা এনজাইম শুষ্ক ঠোঁটের সমস্যা আরও বাড়িয়ে তোলে।
তাই হাতের কাছে সব সময় পেট্রোলিয়াম জেলি রাখুন।
সকাল-বিকাল দু'বেলাই লিপ বাম লাগান। রাতে ঘুমোতে যাওয়ার আগেও লিপ বাম লাগান।
মুখের পাশাপাশি ঠোঁটেও সানস্ক্রিন লাগান। তবেই ঠোঁট নরম থাকবে।