ঘন ঘন সাবান দিয়ে হাত ধুলে মোটেই ত্বক ভাল থাকে না।

হাতের ত্বক ভাল রাখতে গেলে আপনাকে বেশ কয়েকটি টিপস মেনে চলতে হবে।

হাত ধোয়ার সঙ্গে সঙ্গে মুছে নেবেন। ভিজে হাতে ত্বকের ক্ষতি হতে পারে।

ক্ষার-যুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়।

হাতের ত্বক নরম ও কোমল রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

হাতে ভিটামিন ই, কোকো বাটার, শিয়া বাটার সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

রাতে ঘুমানোর আগে হাত ধুয়ে নিয়ে অ্যালোভেরা জেল মেখে নিন।