আর মাত্র তিনদিন পরই রঙের উৎসব। তবে বিভিন্ন জায়গায় রং খেলা, বসন্ত উৎসব এসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে

রঙের উৎসব হলেও অধিকাংশই আবির খেলেন। তবে এই আবিরের মধ্যেও এখন নানা ভেজাল মেশানো থাকে। যেখান থেকে ত্বকের সমস্যা হতে পারে

হোলিতে ত্বকের সমস্যা খুবই সাধারণ। আবির, রঙে এত রকম রাসায়নিক থাকে যে সেখান থেকে ত্বকের সমস্যা হয়।

রঙ খেলে যদি ত্বকে জ্বালা ভাব থাকে তাহলে অবশ্যই আগে মুখে বরফ ঘষতে হবে। জ্বালা, চুলকানি না কমা পর্যন্ত বরফ ঘষতে থাকুন

ওটস গরম দুধে ভিজিয়ে নিন। এবার ওর মধ্যে সামান্য মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা মুখে লাগিয়ে নিলেই মুখ পরিষ্কার হয়ে যাবে

দরকার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধ লাগান

ক্ষতস্থানে হালকা করে ময়েশ্চারাইজারও লাগাতে পারেন