আজকাল মহিলাদের মধ্য়ে চুল স্ট্রেট করার নয়া ট্রেন্ড খুব চোখে পরে

এই নতুন স্টাইল স্টেটমেন্ট মন্দ না লাগলেও তাকে ঠিক রাখাটা কিন্তু বেশ কষ্টকর

এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, নচেৎ স্ট্রেট চুলের দফারফা হতে বেশি সময় লাগে না

চুল বাঁচাতে কী করবেন? ঝটপট জেনে নিন..

ময়েশ্চারাইজার যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন

নিয়মিত দু'বেলা চুল আঁচারান

হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না

মাঝে মধ্যে চুল ট্রিম করুন

চুল কতটা সুন্দর হবে তা অনেকাংশেই নির্ভর করে কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর

তাই বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান