ব্রণর জন্য মুখ ফুলেছে, ব্যথা হচ্ছে? রসুনের টোটকা কাজে লাগান।

রসুনের মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে।

সঠিক উপায়ে ব্রণর উপর রসুন লাগালে জ্বালাভাব থেকে প্রদাহ সব কমে যাবে।

দু'কোয়া রসুন নিয়ে থেঁতো করে নিন।

এবার রসুনের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন।

রসুনের এই মিশ্রণটি ব্রণর উপর মিনিট দশেক লাগিয়ে রাখুন।

তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ধীরে ধীরে ব্রণ কমে যাবে।